শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল

ক্রীড়া ডেস্ক

টানা তৃতীয় মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে লিভারপুলকে বিদায় করল রিয়াল মাদ্রিদ। ২০২০-২১ মৌসুমে কোয়ার্টার ফাইনালে এবং ২০২১-২২ মৌসুমে ফাইনালে লিভারপুলকে হারানোর পর এবার শেষ ষোলোর লড়াইয়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল। জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা। প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে পরাজিত করেন বেনজেমারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩০০তম ম্যাচ খেলতে নেমে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য ১৭টি শট নেয়, এর ৮টি ছিল লক্ষ্যে। চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলের ৯ শটের ৫টি ছিল লক্ষ্যে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে  শেষ আটে রিয়ালের সঙ্গী হয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল সিরিএ লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল খেলবে নেপোলি। রিয়াল ও নোপোলির আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান ও ইন্টার মিলান।

সর্বশেষ খবর