শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে রানে ফিরতে কষ্ট করছেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে রান করেছেন। কিন্তু পঞ্চাশোর্ধ কোনো ইনিংস নেই বহুদিন। আবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে একেবারে বিপরীত চিত্র। গত মৌসুমে প্রিমিয়ার ব্যাংকের হয়ে সেঞ্চুরি দিয়ে শেষ করেছিলেন। টাইগার ওয়ানডে অধিনায়ক এবার মৌসুম শুরু করেছেন সেঞ্চুরি দিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে শেষ ওয়ানডে খেলেই ঢাকায় চলে আসেন। কোনো বিশ্রাম না নিয়েই খেলতে নেমে পরেন প্রিমিয়ার ক্রিকেটে। গতকাল নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে তামিম অপরাজিত ছিলেন ১০৯ রানে। ১৫৬ বলের অপরাজিত ইনিংসটি খেলেন ১২ চারে। প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল চিরাগ জানির অললাউন্ডিং পারফরম্যান্সে লিজেন্ড অব রূপগঞ্জ ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ডার্ক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে ১১ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহামেডানকে ৪২ ওভাওে ১৯৯ রানে অলআউট করে প্রাইম ব্যাংক। নাসির হোসেন অফ স্পিনে ২৯ রানের খরচে নেন ৩ উইকেট। এছাড়া রেজাউর রহমান রাজা ও রুবেল হোসেন ২টি কওে উইকেট নেন। ২০০ রানের টার্গেটে তামিমের সেঞ্চুরিতে ৪৭ বর হাতে রেখে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। দলটির এটা ৪ ম্যাচে টানা ৪ জয়। টানা ৪ জয় পেয়েছে শেখ জামালও। মোহামেডানের ৪ ম্যাচে তৃতীয় হার। 

সর্বশেষ খবর