রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আয়ারল্যান্ডের বিপক্ষে এবার টি-২০ মিশন

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে এবার টি-২০ মিশন

প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে সাকিব, লিটন, তাসকিন, মুস্তাফিজরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। আত্মবিশ্বাসে উড়তে থাকা টাইগাররা সিলেটে আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে। তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই নতুন নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। রেকর্ডের সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি। সর্বোচ্চ দলগত স্কোর (৬/৩৪৯, ৫০ ওভার), রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয় (১৮৩ রান), উইকেটের হিসেবে সর্বোচ্চ ব্যবধানে জয় (১০ উইকেট), দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি (মুশফিকুর রহিম ৬০ বলে অপরাজিত ১০০), ৭ হাজারি ক্লাবের সদস্য (সাকিব আল হাসান ও মুশফিক), দ্রুততম ২ হাজারি ক্লাবের সদস্য (লিটন দাস, ৬৫ ইনিংস)। ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করার পর সাকিব বাহিনীর এবারের মিশন টি-২০ সিরিজ। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ৫ ম্যাচের ৩টিতে জয় টাইগারদের, একটিতে আয়ারল্যান্ড এবং একটি পরিত্যক্ত হয়েছে।

আগামীকাল শুরু তিন ম্যাচ টি-২০ সিরিজ। খেলা মাঠে গড়াবে দুপুর ২টায়। পরিসংখ্যান এবং বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে পরিষ্কারভাবেই সিরিজে ফেবারিট সাকিবরা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই দারুণ ক্রিকেট খেলেছে সাকিব বাহিনী। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগাররা ম্যাচ তিনটি জিতেছে ৬ ও ৪ উইকেটে এবং ১৬ রানে। বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর অভিজ্ঞতা রয়েছে আয়ারল্যান্ডেরও। গত বিশ্বকাপে মেলবোর্নে ডিএল মেথডে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছিল আইরিশরা। ওই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। শুধু ইংল্যান্ড নয়, ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল আইরিশরা। সুতরাং আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ সহজ হবে না সাকিবদের জন্য। এই সিরিজে সাকিব ছাড়া অধিকাংশ ক্রিকেটারই বয়সে তরুণ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ও লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়ে দারুণ ছন্দে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়। বোলিংয়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানও ছন্দে রয়েছেন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। স্পিনে সাকিব, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ছাড়াও রয়েছেন মেহেদী হাসান মিরাজ।  চট্টগ্রামের সর্বশেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের রেসে উঠে আসে বাংলাদেশ। এরপর গত ৭ ম্যাচের ৬টিতেই জিতেছে টাইগাররা। একটি ম্যাচ শুধু ভেসে গেছে বৃষ্টিতে।

সর্বশেষ খবর