মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ট্রফি নয়, সাফের প্রস্তুতিই লক্ষ্য

রাশেদুর রহমান, সিলেট থেকে

ট্রফি নয়, সাফের প্রস্তুতিই লক্ষ্য

সিলেট জেলা স্টেডিয়ামে আজ দুই ম্যাচ ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-সিশেলস। প্রথম ম্যাচে ১-০ গোলের জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আজ ড্র করলেই ট্রফি হাতে নিতে পারবেন জামাল ভূঁইয়ারা। অন্যদিকে বড় ব্যবধানে জিতলে জয়ের সুযোগ আছে সিশেলসেরও। দুটি দলই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামার কথা জানিয়েছে গতকাল সংবাদ সম্মেলনে।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচ জয় করেছি। প্রতিপক্ষ দ্বিতীয় ম্যাচে অলআউট ফুটবল খেলবে। কারণ তারা কিছু একটা নিয়ে দেশে ফিরতে চাইবে। আমরা জানি তাদের ফুটবল স্ট্র্যাটেজি কী হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’ অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামব।’ একটা পয়েন্ট পেলেই ট্রফি নিয়ে মাঠ ছাড়তে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে জামাল ভূঁইয়ারা কি ড্রয়ের জন্য খেলবেন? কোচ কাবরেরা বললেন, ‘একটা ট্রফি দেশের মানুষকে খুবই আনন্দিত করবে, এটা আমরা জানি। কিন্তু আমাদের লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সে জন্যই প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমরা প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করব।’ জামাল ভূঁইয়াও আক্রমণাত্মক ফুটবল খেলার কথাই বললেন। অধিনায়ক জামাল বলেন, ‘আমরা জানি কালকের (আজকের) ম্যাচ খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ, তারা (সিশেলস) আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমাদের নিজেদের সেরা ফুটবলটাই উপহার দিতে হবে জয়ের জন্য।’

বাংলাদেশ দলের মধ্যে এখন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের তাড়না বেশ লক্ষ্য করা যাচ্ছে। ২০০৩ সালের পর বাংলাদেশ আর সাফ চ্যাম্পিয়নশিপ জয় করতে পারেনি। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে সাফ জয় করেছিল লাল-সবুজের জার্সিধারীরা। এরপর ২০০৫ সালে ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়। ২০০৯ সালে সেমিফাইনাল খেলে। সেই শেষ। এরপর টানা পাঁচবার সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বই পাড়ি দিতে পারেনি বাংলাদেশ। দীর্ঘদিনের আক্ষেপ কি ঘুচাতে পারবেন কাবরের শিষ্যরা? স্প্যানিশ কোচ বেশ আত্মবিশ্বাসী। তিনি দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছেন। একটা দল হিসেবে ফুটবল খেলার মন্ত্র শেখাচ্ছেন জামাল ভূঁইয়াদের। ফুটবলাররাও সাফ চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নিজেদের তৈরি করছেন বলে জানিয়েছেন।

 

সর্বশেষ খবর