আগামী ৫ অক্টোবর ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। ১৯ নভেম্বর ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশটির ১২ শহরে। টানা ৪০ দিন চলবে প্রতিযোগিতা। ১০ দলের প্রতিযোগিতায় নকআইট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। এখন পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেনি আইসিসি। গতকাল ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়েছে। ‘লভরামা’ নাম দেওয়া হয়েছে লোগোর। সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়ে এ নাম দেওয়া হয়েছে। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে তা হলো- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। এবারই প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এর আগে ১৯৮৭ ১৯৯৬ ও ২০১১ সালে যৌথভাবে আয়োজন করে এ আসর।