বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিজয়ের হ্যাটট্রিক সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

বিজয়ের হ্যাটট্রিক সেঞ্চুরি

জাতীয় দল থেকে বাদ পড়েই জ্বলে উঠেছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর হয়ে রানের ফল্গুধারা ছোটাচ্ছেন। আবাহনীর হয়ে চলতি মৌসুমে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন। গতকাল বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনীর টানা সপ্তম জয়ের ম্যাচে এনামুল বিজয় খেলেছেন ১৫৩ রানের ইনিংস। এনামুল বিজয়ের সেঞ্চুরি ও মোহাম্মদ নাইমের নার্ভাস নাইনটিজের ম্যাচে আবাহনী ১৪১ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। লিগে আবাহনীর এটা ৭ ম্যাচে ৭ জয় এবং প্রাইমের ৭ ম্যাচে দ্বিতীয় হার। লিগে প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ নিয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ড অব রূপগঞ্জ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্স ২৫ রানে হারিয়েছে মাশরাফির রূপগঞ্জকে। ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের ইমিতয়াজ হাসান ১০০ ও লিজেন্ড অব রূপগঞ্জের পারভেজ হোসেন ইমন খেলেছেন ১১১ রানের ইনিংস। ফতুল্লা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩১ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। শেখ জামালের এটা ৭ ম্যাচে ৬ জয়। এনামুল বিজয় প্রিমিয়ার লিগের গত মৌসুমে ১১৩৮ রান করে রেকর্ড গড়েছিলেন। এবারও সেই পথে হাঁটছেন। আবাহনীর হয়ে ৭ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন ৩টি এবং হাফসেঞ্চুরি দুটি। তা ৭টি ইনিংস যথাক্রমে ১২৩, ৫৪৮, ১৭, ৩৮, ৮০*, ১০৭ ও ১৫৩। ৭ ম্যাচে রান করেছেন ৫৭২। পিছিয়ে নেই আরেক ওপেনার মোহাম্মদ নাইম। বাঁ-হাতি ওপেনার ৭ ম্যাচে  সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৫০৬। নাঈমের ইনিংসগুলো ৮৫, ৪৩, ১১০*, ৭৪*, ৪৩*, ৫৭ ও ৯৪। এনামুল বিজয় ১৫৩ রানের ইনিংসটি  খেলেন ১২৭ বলে ১৩ চার ও ৫ ছক্কায়। ১৮৪ লিস্ট ‘এ’ ম্যাচে এনামুলের এটা ১২নম্বর সেঞ্চুরি।

সর্বশেষ খবর