মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আবাহনীকে হারাল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

টানা ৮ ম্যাচ অপরাজিত ছিল আবাহনী ক্লাব। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৯ নম্বর ম্যাচে আবাহনীকে হারের তিক্ত স্বাদ দিল। এর ফলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এখন আর অপরাজিত রইল না কোনো দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের কাছে ৪ উইকেটে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আবাহনী ও শেখ জামালের পয়েন্ট ৯ ম্যাচে ৮, জয় ১৬। ১.৭৪৬ রান রেটে সবার উপরে আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শেখ জামালের পয়েন্ট ১.০৪৩। বিকেএসপি-৪ নম্বর মাঠে লিগের আরেক ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এ জয়ে মাশরাফি বিন মর্তুজার রূপগঞ্জের পয়েন্ট ৯ ম্যাচে ৭ জয়ে ১৪। হেরে প্রাইম ব্যাংকের পয়েন্ট ৯ ম্যাচে ১২। বিকেএসপি-৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক।

মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাট করে আবাহনী সংগ্রহ করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫০ রান। লিগে ৩ সেঞ্চুরি করে ছন্দে থাকা এনামুল হক বিজয় সাজঘরে ফেরেন ১৫ রানে। আরেক ইন ফর্ম ক্রিকেটার মোহাম্মদ নাইম ৫৮ রান করেন। জাকের আলী দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি খেলেন ১১৯ বলে ৬ চারে। শেখ জামালের পক্ষে ইবাদত হোসেন ৫৩ রানের খরচে ২টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী ৬৯ রানের খরচে ২ এবং আরিফ আলী ৩৯ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ২৫১ রান। তৌহিদ হৃদয়ের ৭৭ বলে ৭২ ও তাইবুর রহমানের ১০০ বলে ৬৩ রানে ভর করে ৫ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে আবাহনীকে হারের তিক্ত স্বাদ দেয়। বিকেএসপি-৪ নম্বর মাঠে লিজেন্ড অব রূপগঞ্জ নিয়ন্ত্রত বোলিংয়ে ৩৬.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে দেয় প্রাইম ব্যাংককে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ইয়াসির আলী। রূপগঞ্জ ১৫২ বল বা ২৫.২ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

সর্বশেষ খবর