জার্মান বুন্দেসলিগায় টানা ১০ বার শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ। সবমিলিয়ে ৩২ বার লিগ জয় করেছে দলটা। তবে চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের সামনে কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে বুরুসিয়া ডর্টমুন্ড। গত শনিবার বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হেরেছে মেইঞ্জের কাছে। একই দিনে ফ্র্যাঙ্কফুর্টকে ৪-০ গোলে হারিয়েছে বুরুসিয়া ডর্টমুন্ড। এ জয়েই বায়ার্নকে টপকে বুন্দেসলিগায় শীর্ষে উঠে এসেছে ডর্টমুন্ড। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে বায়ার্ন মিউনিখ।