শিরোনাম
বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চলে গেলেন উইম্বলডনে খেলা বাংলাদেশের শোভন জামালি

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন উইম্বলডনে খেলা বাংলাদেশের শোভন জামালি

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক টেনিস তারকা শোভন জামালি। গতকাল অস্ট্রেলিয়ায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেনিস অঙ্গন নীরব থাকলেও এক সময় রমনা টেনিস কমপ্লেক্স মাতিয়ে রাখতেন শোভন, জ্যোতিষ লাল চৌহান ও মো. সালাউদ্দিনরা। শোভনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশে টেনিস ফেডারেশন। উল্লেখ্য, তাঁর বাবা মাসুদ হাসান জামালি দীর্ঘদিন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। একক ইভেন্টে তিনবার জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শোভন। দ্বৈত ইভেন্টেও তিনি দুবার শিরোপা জেতেন।

ডেভিস কাপ, জুনিয়র উইম্বলডন ও ইউএস ওপেনে অংশ নেন শোভন। ১৯৮৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১০ বার ডেভিস কাপে বাংলাদেশের হয়ে খেলেন তিনি। ৫৩ ম্যাচের ২৫টিতে জয়ের রেকর্ড আছে তাঁর। টেনিসকে বিদায় জানালেও প্রতিভা খোঁজার সন্ধানে কর্মসূচিতে কোচের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ায় প্রবাসী জীবন যাপন করছিলেন। কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শোভান আর দেশে ফেরেননি। ক্যানবেরায় মৃত্যুবরণ  করেন তিনি।

সর্বশেষ খবর