সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

শিরোপা লড়াইয়ে শেখ জামাল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা লড়াইয়ে শেখ জামাল আবাহনী

রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগে তামিম বাহিনীর এটাই শেষ সিরিজ। শেষ সিরিজ আইরিশদেরও। টাইগার ক্রিকেটাররা যখন সুপার লিগ খেলতে ইংল্যান্ড গেছে, তখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্স মাঠে গড়াচ্ছে। ৬ দলের সুপার লিগ হলেও শিরোপা লড়াই মূলত দুই দলের- বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী ক্লাবের। ১১ ম্যাচে ১০ জয়ে দুই দলের পয়েন্ট সমান ২০। ১.৫৭৮ রান রেট নিয়ে এগিয়ে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রান রেট ১.১২৭। আজ মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ঘরোয়া ক্রীড়াঙ্গনের দুই পরাক্রমশালী দল আবাহনী ও মোহামেডান। ফতুল্লা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার সিক্সে আগামীকাল মুখোমুখি হবে লিজেন্ড অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক।

গ্রুপ পর্বে আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়েছিল। মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল আবাহনী। প্রথমে ব্যাট করে মোহামেডানের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান। অধিনায়ক ইমরুল কায়েশ ৬৮ ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল অঙ্কন ৭০ রান করেছিলেন। আবাহনী ৯৩ বল হাতে রেখে জিতেছিল নাঈমের ৮০ বলে ১১০ রানে ভর করে। আজকের ম্যাচে নাজমুল হোসেন শান্তকে ছাড়া আবাহনী পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। ছন্দে থাকা শান্ত দলের পক্ষে ৩ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন একটি। বাঁ হাতি ওপেনার নাঈম ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৭ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৭১৯। যা লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ। আরেক ওপেনার এনামুল হক বিজয় ১১ ম্যাচে টানা ৩ সেঞ্চুরিতে রান করেছেন ৬৪৪। আজও দুই ওপেনারই ভরসা। জিতলে শিরোপার পথে একধাপ এগিয়ে যাবে আবাহনী। হেরে গেলে পিছিয়ে পড়বে লড়াইয়ে। শিরোপা জয়ের কোনো সম্ভাবনাই নেই মোহামেডানের।

শিরোপা ধরে রাখতে জয়ের বিকল্প নেই শেখ জামালের। সুপার সিক্সের সব ম্যাচ জিততে হবে। আজ গাজী গ্রুপের সঙ্গে জয়ের বিকল্প নেই। দুই দলের লিগ পর্বের ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নরা ৩১ রানে হারিয়েছিল গাজী গ্রুপকে। ম্যাচটি শেখ জামাল জিতেছিল ভারতীয় স্পিন অলরাউন্ডার পারভেজ রসুলের পারফরম্যান্সে। প্রথমে ব্যাট করে জামাল রান করেছিল ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ রান। রসুল ৪৪ বলে ৪৮ রান করেছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বলে শেখ জামাল সার্ভিস পাচ্ছে না তৌহিদ হৃদয়কে। জবাবে রসুলের ঘূর্ণিতে ৪৭.৩ ওভারে ২২০ রানে অলআউট হয়েছিল গাজী।

সর্বশেষ খবর