সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

শীর্ষ চারে থাকবে লিভারপুল!

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। ম্যানসিটির পক্ষে দুটি গোলই করেছেন গুন্ডোগান। এই জয়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পেপ গার্ডিওলার দল। আর্সেনাল ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এদিকে শীর্ষ চারে ওঠার জন্য লড়াই করছে লিভারপুল। অলরেডরা শনিবার ১-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে তিনি ১৯ গোল করেছেন। এ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে ম্যানইউ চারে এবং ৬৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসল তিনে অবস্থান করছে। নিউক্যাসল এবং ম্যানইউ পয়েন্ট হারালে শীর্ষ চারে থাকার সুযোগ আসবে লিভারপুলের। অবশ্য নিজেদের হাতে থাকা সব ম্যাচই জিততে হবে অলরেডদের। কাজটা বেশ কঠিন হলেও শীর্ষ চারে থাকতে চায় লিভারপুল। নাহলে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাই হবে না দলটার।

সর্বশেষ খবর