শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

সাকিবকে ছাড়াই টেস্ট দল!

ক্রীড়া প্রতিবেদক

সাকিবকে ছাড়াই টেস্ট দল!

চার বছর আগে ঘরের মাঠে পরিচিত উইকেটে আফগানিস্তানকে হারাতে চারজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল টাইগাররা। পরিচিত পরিবেশ, চেনা উইকেট- তারপরও সাকিব আল হাসানরা হেরেছিলেন পঞ্চম দিনের শেষ বেলায়। ২২৪ রানে হারা ম্যাচটি বাঁচানোর সুযোগ ছিল টাইগারদের। কিন্তু বৃষ্টির সুবিধা নিয়েও বাঁচাতে পারেনি। ‘রহস্যময়’ স্পিনার রশিদ খানের লেগ স্পিন জাদুতে হেরে যায় সাকিব বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত এই একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু শতভাগ পরিচিত পরিবেশে পেরে ওঠেননি সাকিবরা। হেরে যান। চার বছর পর আফগানিস্তানকে ফের আতিথেয়তা দিচ্ছে। এবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে না। একমাত্র টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুই ধাপে খেলতে আসবে আফগানিস্তান। প্রথম ধাপে টেস্ট খেলবে ঈদুল আজহার আগে। ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ঈদের পর। টেস্ট ম্যাচটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি। আগামী কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। না খেলার সম্ভাবনা রয়েছে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পান সাকিব। ফলে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। অবশ্য ঈদের পর যে ওয়ানডে ও টি-২০ সিরিজ, সেখানে খেলার সম্ভাবনা উজ্জ্বল।

চলতি বছর একটি মাত্র টেস্ট খেলেছে সাকিব বাহিনী। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটিতে টাইগাররা ৩ উইকেটে জয় তুলে নেয়। আইরিশদের বিপক্ষে টেস্ট একাদশে ৩ স্পিনার খেলেছেন। স্পিন দিয়ে ধসিয়ে দিয়েছে আইরিশদের। আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে ছাড়া একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে নির্বাচক প্যানেলকে। অলরাউন্ডার সাকিবের অভাব পূরণ করতে দুজন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে নির্বাচক প্যানেলকে। এই কঠিন ভাবনায় চিন্তিত প্রধান নির্বাচক নান্নু। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ফল ভালো নয় বলে শক্তিশালী দল গড়তে চাইছে নির্বাচক প্যানেল। তবে নির্বাচক প্যানেলকে দল নিয়ে আলাপ করতে হবে অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে। সাকিব না খেললেও দল গোছানোয় তার মতামত বাড়তি গুরুত্ব পায়। দল গোছানো নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘এখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর