শিরোনাম
শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

মার্টিনেজের ইন্টার মিলান চ্যাম্পিয়ন

ইতালিয়ান কাপ

ক্রীড়া ডেস্ক

মার্টিনেজের ইন্টার মিলান চ্যাম্পিয়ন

দারুণ সময় কাটাচ্ছে ইন্টার মিলান। ছন্দে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের জোড়া গোলে ইতালিয়ান কাপ জিতেছে ইন্টার মিলান; যা ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আত্মবিশ্বাস জোগাবে ইন্টারকে। ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ইনজাঘি সিমিওনের ইন্টার মিলানকে ফাইনালে হারাতে হবে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিকে। ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখতে পরশু রাতে অধিনায়ক মার্র্টিনেজের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে ফিউরেন্টিনাকে। ম্যাচের ৩টি গোলই হয়েছে প্রথমার্ধে। আশ্চর্যজনকভাবে ফাইনালের ৩ গোলই করেন আর্জেন্টিনার দুই স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ও গঞ্জালেস। ইন্টারের ইতিহাসে এটা ৯ নম্বর ইতালিয়ান কাপের শিরোপা। সমান নয়বার চ্যাম্পিয়ন হয়েছে রোমা। সবচেয়ে বেশি শিরোপা জিতেছে জুভেন্টাস, ১৪ বার।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে দুই লেগেই ইন্টার হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে। সেই আত্মবিশ্বাস নিয়েই পরশু রাতে রোম অলিম্পিক স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় ফিওরেন্টিনা। ৩ মিনিটে ফিওরেন্টিনাকে এগিয়ে নেন গঞ্জালেস। জাকোমো বোনাভেষ্ণুরার ক্রস বড় ডি-বক্সে পেয়ে যান গঞ্জালেস। অরক্ষিত আর্জেন্টাইন স্ট্রাইকার ঠান্ডা মাথায় ব্যবধান ১-০ করেন। ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইন্টার ৬ মিনিটে। কিন্তু দলটির স্ট্রাইকার এডিন জেকো খুব ভালো জায়গা থেকেও গোলপোস্টে শট নিতে পারেননি। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে ফিওরেন্টিনা। ছোট বক্সের মাথায় থেকেও ঠিকমতো শট নিতে পারেননি ফিওরেন্টিনার স্ট্রাইকার সোফিয়ান আমরাবাত। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। ২৪ মিনিটে সুযোগ নষ্ট করেন ইন্টার স্ট্রাইকার জেকো। মার্টিনেজের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েও বাইরে মারেন তিনি। সমতায় ফিরতে পারেনি ইন্টার। ২৭ মিনিটে ইন্টারকে গোল উপহার দেন মার্টিনেজ। তার গোলে ব্যবধান ১-১ করে ইন্টার মিলান। কাউন্টার অ্যাটাকে মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে দারুণ এক গোল করেন মার্টিনেজ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের পক্ষে এটা তার ২৬তম গোল। ৩৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় ইন্টার।

সর্বশেষ খবর