ফিফা নারী বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের লড়াই। শেষ ষোলোর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-স্পেন এবং জাপান-নরওয়ে। নারী বিশ্বকাপে এবার কয়েকটি দল চমক উপহার দিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। গ্রুপ পর্ব থেকে তারা বিদায় করেছে জার্মানিকে। জার্মানির কাছে ৬-০ গোলে হারলেও পরের দুই ম্যাচ জয় করেছে মরক্কো। অন্যদিকে জার্মানরা কলম্বিয়ার কাছে হারের পর ড্র করেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। যুক্তরাষ্ট্র কোনোরকমে উঠে এসেছে নকআউট পর্বে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে এবারের নারী বিশ্বকাপ। পুরনো চ্যাম্পিয়নদের মধ্যে জার্মানি বিদায় নিয়েছে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও নরওয়ে টিকে আছে। আজ আরও এক চ্যাম্পিয়ন বিদায় নিচ্ছে। শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে জাপান ও নরওয়ে। কে বিদায় নেবে! জাপান ২০১১ সালে এবং নরওয়ে ১৯৯৫ সালে মেয়েদের বিশ্বকাপ জয় করেছে।