মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

এফএ কমিউনিটি শিল্ড

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

দীর্ঘ তিন বছর পর কোনো শিরোপা জয় করল আর্সেনাল। রবিবার রাতে এফএ কমিউনিটি শিল্ডের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে গানাররা। ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। ২০২০ সালেও এ ট্রফি জয় করেছিল গানাররা।

দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে ম্যানসিটি-আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৭৭ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। তবে ম্যাচের যোগ করা সময়ের শেষদিকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এ ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে দুই দল। টাইব্রেকারে আর্সেনালের ফ্যাবিও ভিয়েরা, বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং মার্টিন ওডেগার্ড গোল করেন। অন্যদিকে ম্যানসিটির বার্নার্ডো সিলভা গোল করলেও রডরি ও কেভিন ডি ব্রুইন গোল করতে ব্যর্থ হন। এফএ কমিউনিটি শিল্ডে ১৭ নম্বর ট্রফি জয় করল আর্সেনাল। ২১বার কমিউনিটি শিল্ড জয় করে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল জয় করেছে ১৬বার।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। তবে শেষদিকে ম্যানচেস্টার সিটির ম্যাজিকের কাছে হেরে যায় তারা। এবার সেই ম্যানসিটিকে হারিয়েই মৌসুম শুরু করল আর্সেনাল।

সর্বশেষ খবর