২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতার পর ২০১৮-১৯ মৌসুমে ঘরোয়া ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর পেশাদার লিগে জায়গা করে নেয় তারা। শুরুতে অবশ্য নিজস্ব হোম ভেন্যুতে খেলতে পারেনি কিংস। তবু চমক দেখায় তারা। যে রংপুর বিভাগে ফুটবল বিলুপ্ত হতে চলেছিল তা সচল হয় বসুন্ধরা কিংসের মাধ্যমে। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নেয় নবাগত কিংস। কারও কারও ধারণা ছিল অচেনা ভেন্যুতে ম্যাচ আয়োজনে দর্শকের দেখা মিলবে না। গ্যালারি থাকবে ফাঁকা। কীসের কী, বসুন্ধরা বলেই বাজিমাত। কিংসের প্রতিটি ম্যাচে গ্যালারি ছিল ভরপুর। লিগ শুরুর আগেই উত্তরাঞ্চলের ফুটবলে নতুন ইতিহাস গড়ে কিংস। যা স্বপ্ন ছিল তা বাস্তবে রূপ দেয়। মালদ্বীপ সেরা রেডিয়ান্ট ক্লাবকে আমন্ত্রণ জানিয়ে প্রীতি ম্যাচ খেলেছিল কিংস; যা রংপুর বিভাগের বড় প্রাপ্তি বলা যায়। দ্বিতীয় লিগেও কিংসের হোম ভেন্যু ছিল ঢাকার বাইরে। বসুন্ধরা দেশের ফুটবলে বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেয় আধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ার। যেখানে অধিকাংশ খেলার আয়োজন ও অনুশীলনের ব্যবস্থা থাকবে। এশিয়ার অন্যতম আকর্ষণীয় এ কমপ্লেক্সের কাজ অচিরেই সম্পন্ন হবে। কিন্তু ফুটবল স্টেডিয়াম আগেই তৈরি হয়ে যায়। যার নামকরণ করা হয় বসুন্ধরা কিংস অ্যারিনা। ১৭ ফেব্রুয়ারি ২০২২ সালে কিংস অ্যারিনায় বসুন্ধরা তাদের প্রথম ম্যাচ পুলিশের বিপক্ষে খেলে। কিংস অ্যারিনার অভিষেক হওয়ার পরই ঘরোয়া ফুটবলে দৃশ্য বদলে যায়। শুধু ঘরোয়া আসরে হোম গ্রাউন্ড নয়, বসুন্ধরা কিংস অ্যারিনা নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে। যা দক্ষিণ এশিয়ায় প্রথম তো বটেই, এশিয়ার উন্নত দেশেও বিরল বলা যায়। কেননা, ক্লাবের নিজস্ব ভেন্যুতে জাতীয় দলের ম্যাচ হতে চলেছে। ৩ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হবে কিংস অ্যারিনায়। ভারতে ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও আরও বিখ্যাত ক্লাব আছে। সেখানে জাতীয় দলের ম্যাচ হওয়া তো দূরের কথা আন্তর্জাতিক ভেন্যুও নেই। সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আলনাসরের নিজস্ব ভেন্যু থাকলেও কখনো জাতীয় দলের ম্যাচ হয়নি। অল্পদিনেই এ প্রাপ্তি শুধু বসুন্ধরার নয়, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
দক্ষিণ এশিয়ায় বসুন্ধরাই প্রথম
ক্লাব ভেন্যুতে জাতীয় দলের ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর