ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, তখনই বদলি স্ট্রাইকার অলি ওয়াটকিনস ডান পায়ের মাটি কামড়ানো শটে ইংল্যান্ডকে চার বছর ফের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে টেনে তোলেন। রবিবার বার্লিনের ফাইনালে থ্রি লায়নের প্রতিপক্ষ স্পেন। ২০০০ সালের পর সেমিফাইনাল থেকে বিদায় নিল নেদারল্যান্ডস। ইংল্যান্ড ফাইনালে উঠেছে ২-১ গোলে জিতে।
চার বছর আগে ২০২২ সালে ইউরোর ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সমানতালে লড়াই করেও ইতালির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল। এবার আবার সেমিফাইনাল খেলছে। গতকাল মধ্যরাতে ডর্টমুন্ডে মুখোমুখি হয় ১৯৮৮ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের। দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ের প্রথমার্ধ ছিল ১-১। অবশ্য ম্যাচে আধিপত্য ছিল গ্যারি সাউথগেটের ইংলিশদের। প্রতিপক্ষ ওলন্দাজ বাহিনীর জালে শটস নেয় ৭টি। এর একটি গোল হয়। পেনাল্টিতে গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬৬ নম্বর এবং আসরে তৃতীয় গোল। বিপরীতে রোনাল্ড কোয়েম্যানের ডাচ বাহিনী শটস নেয় ৩টি। একটি ছিল গোল। ৭ মিনিটে ইংলিশ ডিফেন্ডার ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে ডান পায়ের ভলিতে গোল করেন জ্যাভি সিমন (১-০)। ১৮ মিনিটে পেনাল্টিতে সমতা আনেন কেইন। বক্সে ডান পায়ের ভলি নেওয়ার সময় ডাচ ডিফেন্ডার ডেনজেল ডুমফ্রাইস ফাউল করেন। রেফারি ভিএআর পদ্ধতিতে পেনাল্টি দেন। ইংলিশ অধিনায়ক সমতা আনেন (১-১)।
ম্যাচের সময়ে ওয়াটকিনস গোল ব্যবধান ২-১ করেন।