আগের দিন বিমান বাহিনীকে হারালেও গতকাল হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য হেরে গেছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্যারাগন বিজয় দিবস হকিতে তারা ১-২ গোলে হেরে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। মূলত ফিটনেস লেভেলের সঙ্গে তাল মেলাতে না পারায় কল্যাণ ঐক্য হেরে যায়। ম্যাচে প্রথম কোয়ার্টারে গোলের দেখা মেলেনি। দ্বিতীয় কোয়ার্টারের ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করে কল্যাণ ঐক্যকে এগিয়ে রাখেন। ৩২ মিনিটে ম্যাচের সমতা ফেরান সেনাবাহিনীর আবদুল মালেক।
আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। আসরে প্রিমিয়ারের কোনো দল অংশ না নিলেও তারকা খেলোয়াড়রা বিভিন্ন সার্ভিস দলে খেলছেন। এতে উত্তাপও ছড়াচ্ছে। যদি সার্ভিস দল না হয়ে গতকালকের ম্যাচটি প্রিমিয়ার লিগের হতো, তাহলে উত্তেজনা থাকত তুঙ্গে। পিছিয়ে পড়েও সেনাবাহিনী চমৎকার স্ট্রিক ওয়ার্কে প্রতিপক্ষকে বেহাল অবস্থায় ফেলে দেয়। তারপরও গোল পাচ্ছিল না। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে আহসান হাবিব গোল করে সেনাবাহিনীকে জিতিয়ে দেন। আজ গ্রুপের শেষ ম্যাচে সেনাবাহিনী ও বিমান বাহিনী মুখোমুখি হবে।
এদিকে গতকাল জনি ইসলামের জোড়া গোলে বিকেএসপি ৫-০ গোলে হারায় পুলিশকে। বাকি তিন গোল করেন মেহেদি হাসান, মোজাইফা হোসেন ও তায়েব আলি।