গত চার দিন বিভিন্ন বয়সের কিশোর-কিশোরীর সাঁতারে মুখরিত ছিল জাতীয় সুইমিং কমপ্লেক্স। দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় সাঁতারুরা এতে অংশগ্রহণ করেন। ২১ মে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় পর্দা ওঠে ‘৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’-এর। এতে দেশের বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপিসহ মোট ৮০টি দলের ৫৫৩ জন সাঁতারু অংশগ্রহণ করেন। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এ জাতীয় সাঁতার উৎসবের আয়োজন করা হয়। গতকাল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
এবার প্রতিযোগিতায় সাঁতারে ১০০, ডাইভিংয়ে ৩-মোট ১০৩টি ইভেন্ট থেকে (সাঁতারে চারটি ও ডাইভিংয়ে দুটি) ছয়টি জাতীয় নতুন রেকর্ড হয়। ব্যক্তিগত ও দলীয় পদক জয়ের তালিকার শীর্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপি ৭০ স্বর্ণ, ৬২ রৌপ্য, ৩২ ব্রোঞ্জ নিয়ে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে থাকা শিলাইদহ সুইমিং ক্লাবের ৬ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৮ ব্রোঞ্জ এবং ৬ স্বর্ণ, ২ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ নিয়ে পদক জয়ের তালিকায় তৃতীয় স্থানে আছে আমলা সুইমিং ক্লাব। আসরে ১৫-১৭ বছর বালিকা বিভাগে মাইশা আক্তার মিম ও ১৮-২০ বছর বিভাগে মো. মনির খান তন্ময় সর্বোচ্চ নয়টি করে স্বর্ণপদক ও একটি করে রেকর্ড গড়েছেন। মেয়েদের ১৮-২০ বছর বিভাগে মোছা. জুঁই আক্তার সর্বোচ্চ পাঁচটি স্বর্ণপদক জয়ের পাশাপাশি দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েন। এ ছাড়া মো. মেহেদী হাসান ও তারিন খাঁ একটি করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তারা সবাই বিকেএসপির প্রতিযোগী। গতকাল প্রতিযোগিতার চতুর্থ দিন বালিকা ১৮-২০ বছর বিভাগে ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে ২ মিনিট ৪৮ দশমিক ০১ সেকেন্ডে বিকেএসপির মোছা. জুঁই আক্তার নতুন জাতীয় রেকর্ড গড়েন। গত বছর মোছা. এ্যানি আক্তারের ২ মিনিট ৫১ সেকেন্ডের রেকর্ড ভাঙেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিবাদন জানান নৌবাহিনী প্রধান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘সাঁতারের প্রতি আমাদের আন্তরিকতা আছে। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেশের জন্য গৌরব বয়ে আনব। আসন্ন ট্যালেন্ট হান্টে আমরা প্রতিযোগীদের বাছাই করে নিয়ে আসব।’
অনুষ্ঠানে সুইমিং ফেডারেশনের সহসভাপতি, মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘প্রথমবারের মতো মেয়েদের ডাইভিং ইভেন্ট যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক আসরে পদক নিয়ে আসার বিষয়ে আমরা খুবই আশাবাদী।’ এবার বিজয়ীদের পদকের পাশাপাশি স্বর্ণজয়ী ২ হাজার, রৌপ্যজয়ী ১ হাজার ও ব্রোঞ্জজয়ীকে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া জাতীয় রেকর্ডকারীদের জন্য ছিল ৫ হাজার টাকা করে পুরস্কার।