স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অ্যাওয়েতে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। এদিন গোল না পেলেও জয়ের নায়ক লামিনে ইয়ামাল। দুই জয় থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা।
ঘরের মাঠে দুর্দান্ত খেলা উপহার দেয় লেভান্তে। প্রথমার্ধেই ইভান রোমেরো ও লুইস মোরালেসের গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পর খেলার চিত্র পাল্টে যায়। ৪৯ মিনিটে পেদ্রি ব্যবধান কমানোর পর ফেরান তোরেস ৫২ মিনিটে সমতাসূচক গোল করেন। এরপর আর গোলের দেখা পাচ্ছিল না কেউ। তবে ইনজুরি সময়ে ইয়ামালের ক্রসে আত্মঘাতী গোল জয় নিশ্চিত করে বার্সেলোনার। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এ ছাড়া ম্যালোর্কা ও সেলটা ভিগোর ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছে।