টানা তৃতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেছেন ম্যানচেস্টার সিটির আইভরিয়ান তারকা ইয়া তোরে। স্বদেশি দিদিয়ের দ্রগবা এবং নাইজেরিয়ান জন অবি মিকেলকে হারিয়ে তিনি এই ট্রফি জয় করেন। ২০১১ ও ২০১২ সালেও আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন ইয়া তোরে। ৩১ বছর বয়সী এই আইভরিয়ান তারকা লাইবেরিয়ার জর্জ ওয়েহকে স্পর্শ করলেন। জর্জ ওয়েহ ১৯৮৯, ১৯৯৪ ও ১৯৯৫ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। তবে এখনো সবার উপরে আছেন ৪ বারের বিজয়ী ক্যামেরুনের স্যামুয়েল ইতো। তিনি ২০০৩-০৫ টানা তিনবার আফ্রিকার বর্ষসেরা হয়েছেন। স্যামুয়েল ইতো এ ট্রফি জয় করেছেন ২০১০ সালেও। ৪ বার আফ্রিকার বর্ষসেরা হয়েছেন ঘানার আবেদি পেলেও।
টানা তৃতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হওয়ার পর ইয়া তোরে বলছেন, 'আমি আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই। তারাই আমার প্রেরণার উৎস। সেই সঙ্গে অভিনন্দন জানাতে চাই জন অবি মিকেলকে। সেও এ পুরস্কার পাওয়ার দাবিদার।' দিদিয়ের দ্রগবা আফ্রিকার বর্ষসেরা পুরস্কার আরও একবার জয় করতে ব্যর্থ হলেও রেকর্ড গড়েছেন সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েই। সর্বোচ্চ ৮ বার সেরা তিনে ছিলেন স্যামুয়েল ইতো। দিদিয়ের দ্রগবাও সংক্ষিপ্ত তিনে এ নিয়ে মোট ৮ বার স্থান পেলেন। এর মধ্যে দুবার বর্ষসেরার পুরস্কার জয় করেছেন দ্রগবা। স্যামুয়েল ইতো ৮ বারের মধ্যে জিতেছেন ৪ বার।