ক্রিকেটার শোয়েব আখতার এখন সাবেক। লেখক শোয়েব আখতারও বিতর্কিত। কিন্তু এবার নতুন মিশনে নামছেন পাকিস্তানের এই গতি তারকা। সংগীত জগতে অভিষেক ঘটতে যাচ্ছে শোয়েব আখতারের। সিনেমায় গান গাইবেন তিনি। পাকিস্তানে 'ছায়া-ই-খুদা-ই জুলজাতাল' নামক একটি চলচ্চিত্রে নিজের প্রথম গান রেকর্ড করতে যাচ্ছেন শোয়েব। পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের সঙ্গে 'জাগ জা পাকিস্তান' গানটি গাইবেন সাবেক এ পেসার। শোয়েব আখতার ২০১১ বিশ্বকাপ শেষে ক্রিকেট থেকে অবসর নেন। তারপর 'কন্ট্রোভার্সিয়ালি ইয়র্স' নামে একটি বই লেখেন তিনি। যা থেকে সত্যিই অনেক বিতর্ক সৃষ্টি হয়।
রাওয়ালপিন্ডি এঙ্প্রেস খ্যাত আখতার সম্প্রতি পাকিস্তানের জিও টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে সম্প্রতি সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। ক্রিকেট ক্যারিয়ারেও বিতর্ক ছিল তার নিত্য সঙ্গী।