বয়স ২৬ বছর। টেনিসে মেয়েদের তারকা খ্যাতি পাওয়ার জন্য বয়সটা মোটেও উপযুক্ত নয়। কিন্তু অনেক ঘটনাই ঘটে যুক্তির বাইরে। অপ্রত্যাশিতভাবে। বুলগেরিয়ান তরুণী সভেতানা পিরোনকভার জন্যও তেমন অপ্রত্যাশিত ঘটনাই ঘটল। একই সপ্তাহে তিনি মেয়েদের টেনিসে সেরা দশে থাকা তিনজন তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ডবি্লউটিএ শিরোপা জয় করলেন সিডনি ইন্টারন্যাশনাল থেকে! টেনিস ইতিহাসের পুরনো এবং অভিজাত টুর্নামেন্টগুলোর একটি সিডনি ইন্টারন্যাশনাল। অখ্যাত পিরোনকভাকে এ টুর্নামেন্টই এনে দিল তারকা খ্যাতি। র্যাংকিংয়ের ১০৭ নম্বরে থাকা এই বুলগেরিয়ান তরুণী গতকাল ফাইনালে জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবারকে ৬-৪, ৬-৪ সরাসরি সেটে হারিয়েছেন। 'আমি কোথা থেকে শুরু করব? আব্বু-আম্মু আমার হাতে এখন একটা ট্রফি আছে।' সিডনি ইন্টারন্যাশনালের ট্রফি উঁচিয়ে এভাবেই নিজের প্রথম উচ্ছ্বাসটা ব্যক্ত করেন পিরোনকভা। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেন। এ টুর্নামেন্টে পিরোনকভার দিকেও একটা দৃষ্টি রাখবেন এবার টেনিস-ভক্তরা।