স্প্যানিশ কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলর ম্যাচে লস ব্ল্যাঙ্কোসরা ২-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। দলের পক্ষে গোল করেছেন ফরাসি তারকা করিম বেনজেমা এবং স্প্যানিশ স্ট্রাইকার হেসে রদ্রিগেজ। রোনালদো ম্যাচে থাকলেও ছিলেন নিষ্প্রভ। এ জয়ের ফলে সামনের লেগে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। কোপা দেল রে কাপে এ ছাড়াও বৃহস্পতিবার মাঠে নেমেছিল সুসিদাদ-ভিলারিয়াল এবং ভলকানো-লেভেন্তে। তবে দুটি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে।
এদিকে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ইন্টার মিলান। বৃহস্পতিবার তারা অডিনেসের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের দেখা পেল ইন্টার মিলান। এর আগে তারা সোমবার ইতালিয়ান সিরি এ লিগে ১-০ গোলে হেরেছিল লেজিওর কাছে। ইন্টার মিলান হারলেও কোপা ইতালিয়ায় জয় পেয়েছে রোমা। তারা ১-০ গোলে স্যাম্পডোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। শেষ আটে রোমা মুখোমুখি হচ্ছে মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা জুভেন্টাসের।