ড্রাগ টেস্টে এতদিন রক্ত আর মুত্রের নমুনা পরীক্ষা হতো। এবার চুল পরীক্ষার নতুন পদ্ধতি সংযোজন করতে যাচ্ছে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)। যেটিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
গতকাল শুক্রবার আরজেআর স্পোর্টস ফাউন্ডেশন জাতীয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পঞ্চমবারের মতো নেয়ার পর নতুন পদ্ধিতি নিয়ে কথা বলেন ছয়টি অলিম্পিক সোনাজয়ী বোল্ট।
বোল্ট জানান,'বিষয়টা প্রথম আমি শুনলাম। তবে ক্রীড়া জগৎকে যেকোনো ভাবে মাদকমুক্ত করার বিষয়ে আমার কোনো আপত্তি নেই। এটা নতুন একটা নিয়ম এবং ক্রীড়াক্ষেত্রকে মাদকমুক্ত করার ভালো একটা উপায়। তাই এটাকে আমি স্বাগত জানাই।'