জন্ম ৩ জানুয়ারি। সবে মাত্র এক সপ্তাহ বয়স পূর্ণ হয়েছে। আর এই ছোট্র বয়সে রিয়ালের সদস্যপদ পেয়ে গেলেন ক্যাসিয়াস পুত্র মার্টিন ক্যাসিয়াস কার্বোনেরো।\\
আর বাবা ক্যাসিয়াস নিজেই ফেইসবুক ও টুইটারে ভক্তদেরকে খবরটি জানিয়েছেন।
ছেলের সদস্য কার্ডের ছবি পোস্ট করে ক্যাসিয়াস টুইট করেছেন,'মাদ্রিদিস্তা পরিবারের নতুন মুখ: মার্টিন ক্যাসিয়াস কার্বোনেরো!!আলা মাদ্রিদ!!'
উল্লেখ্য, ক্লাবকার্ডে মার্টিনের সদস্যপদ নম্বর ৯৬ হাজার ৯শত ৬৬।