বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দল পাঠাতে নারাজ ছিল পাকিস্তান। কিন্তু পারিপার্শ্বিক প্রবল চাপের কাছে শেষ পর্যন্ত তারা পেরে উঠল না। বাংলাদেশে গিয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার বিষয়ে নরম সুর পিসিবির।
পাকিস্তান নিরাপত্তার স্বার্থ দেখিয়ে বাংলাদেশ থেকে টুর্নামেন্টগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিল। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি এসিসি ও আইসিসি। বাংলাদেশেই টুর্নামেন্টগুলোকে করার নির্দেশ দিয়েছে তারা।
এমন পরিস্থিতিতে পাকিস্তান যদি এই দুটো টুর্নামেন্ট থেকে দল তুলে নিত তাহলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হত তাদের। এই অবস্থায় বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট কর্তারা। সেখানে আলোচনা হয় পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি।
বৈঠক শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে নাজাম শেঠী জানান, বিসিবির পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের ক্রিকেটদের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখা হবে না। পাক ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেবেন তারা।
উল্লেখ্য, পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে তারা আশাবাদী এমন ফলপ্রসূ আলোচনার পর নিশ্চয় তাদের সরকার এই টুর্নামেন্টে খেলার বিষয়ে বাঁধা সৃষ্টি করবে না।