ফুটবলে এখনো লিওনেল মেসিই সেরা। অকপটে স্বীকার করলেন ফিফা ব্যালন ডি'অরে মেসির ফরাসি প্রতিদ্বন্দ্বী ফ্র্যাঙ্ক রিবেরি। তবে এবারের ব্যালন ডি'অরে নিজের দাবিটাও ছেড়ে দিলেন না তিনি। তার মতে, এটাই তার সেরা সময়। পুরস্কারটা জয় করতে পারলে এখনই সম্ভব। এর পর আর কখনই তা সম্ভব হবে না। রিবেরি বলছেন, 'মেসি এবং রোনালদো সেরা ফুটবলার নিঃসন্দেহে। তারা নিয়মিত গোল করে একটা চূড়ায় পৌঁছে গেছেন। তবে আমাদের খেলার ধরণটা আলাদা। এখানে তুলনা আসতে পারে না।' এরপরই নিজের দাবিটা তোলেন তিনি। 'আমি সবকিছুই করেছি। ইনজুরি থেকে মুক্ত থাকতে হয়েছে আমাকে। নিয়মিত পারফর্মও করেছি।' নিজের দাবির কথা জানালেও মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন রিবেরি। 'রোনালদো অনেক গোল করে ঠিকই, তবে লিওনেল মেসিই বিশ্বসেরা ফুটবলার। যদিও চলতি মৌসুমে তাকে ইনজুরির মুখে পড়তে হয়েছে।' আগামীকালই ফিফা ব্যালন ডি'অরের বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা। কে হতে যাচ্ছেন বিজয়ী! গত চারবারের বিজয়ী লিওনেল মেসি? নাকি দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ক্রিষ্টিয়ানো রোনালদো? নাকি প্রথমবারের মতো রিবেরি হতে চলেছেন ব্যালন ডি'অরের বিজয়ী?