জ্যামাইকায় বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন উসাইন বোল্ট এবং ফ্রেজার প্রাইস। ২৭ বছর বয়সী বোল্ট গত বছর মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং চার গুণিতক ১০০ মিটার রিলেতে স্বর্ণ জয় করেছেন। ফ্রেজার প্রাইসও মস্কোতে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট জয় করেছেন। দ্রুততম এই মানব ও মানবী জ্যামাইকার বর্ষসেরা খেতাব নিয়েই গত বছরের সফলতার ইতি টানলেন।