নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী!
আজই নতুন সরকারের মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে। এ নিয়ে গতকাল ক্রীড়াঙ্গনে গুঞ্জনের শেষ ছিল না। সবার মুখে একই কথা কে পাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সম্ভাব্য প্রতিমন্ত্রী হিসেবে নাম এসেছে ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, ফুটবল ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি আরিফ খান জয়, টেনিস ফেডারেশনের সভাপতি মো. শাহরিয়ার আলমের। তিনজনই ক্রীড়াঙ্গনের লোক বলে ধারণা করা হচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে এদের কাউকে দেখা যাবে। নির্বাচনকালীন মন্ত্রী পরিষদে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু। প্রতিমন্ত্রী হিসেবে তারও নাম রয়েছে। এখন আবার তাকেই ক্রীড়া প্রতিমন্ত্রী করা হয় কি না তা দেখার বিষয়।
ক্ষুব্ধ সোহাগ গাজী
বিচার পাবো না। তাই নালিশ করার প্রয়োজন মনে করিনি। বেশ ক্ষুব্ধ ভাষায় কথাগুলো বলছিলেন টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ডধারী বাংলাদেশের তরুণ অল রাউন্ডার সোহাগ গাজী। বৃহস্পতিবার তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে রূপনগর নিজস্ব ফ্ল্যাট বাসার সামনে পুলিশের হাতে লাঞ্ছিত হন তিনি। এই ঘটনায় বিচার চাইবেন কিনা, একটি বার্তা সংস্থায় এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সোহাগ গাজী বলেন, পুলিশ যে অকথ্য ভাষায় গালিগালাজ বা লাঞ্ছিত করেছে তা নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তিনি বলেন, দেশের হয়ে আমি ক্রিকেট খেলছি। জান-প্রাণ দিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে লড়ছি। বিনিময়ে যা পেলাম তা সত্যিই কষ্টকর। বার বার পরিচয় দেওয়ায় পরও পুলিশ আমাকে চিনতে পারিনি। এখন আপনাদের কাছেই প্রশ্ন রাখছি এটা কি বিশ্বাস করার মতো। তিনি বলেন, কিছুদিন আগে সাকিব ভাইও বিমানবন্দরে সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা কর্মকর্তা দুবর্্যবহারের শিকার হন। বার বার আমরা অপমান হচ্ছি। অথচ এ নিয়ে কারোর মাথাব্যথা নেই। রূপনগরের ঘটনায় বিচার চাইবেন কিনা এ ব্যাপারে সোহাগ বলেন, এতে লাভ কি? এতে কি বিচার পাওয়া যাবে। তাছাড়া ঘটনাতো মিডিয়াতে প্রচার হয়েছে এরপরও কি ঊধর্্বতন মহল গুরুত্ব দিয়েছেন। আসলে বিচার চাওয়া মানে ইচ্ছা করে আরও অপমান ডেকে আনা।
ফেঁসে যাচ্ছে বার্সা
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে সান্তোস থেকে বার্সেলোনায় আনতে খরচ হয়েছে ৫৭ মিলিয়ন ইউরো। এমনটাই জানে ফুটবল বিশ্ব। কিন্তু কিছুদিন আগে সান্তোসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নেইমারকে বিক্রি করে তারা এত অর্থ পায়নি। সান্তোসের দাবি অনুযায়ী, বার্সেলোনার খরচ হওয়ার কথা ১৭ মিলিয়ন। তাহলে বার্সেলোনার আরও ৪০ মিলিয়ন ইউরো কোথায় খরচ হলো! এই নিয়ে গত বছরই বার্সেলোনার প্রেসিডেন্ট স্যান্ড্রো রাসেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার আদালত থেকে সমন জারি হয়েছে। বার্সেলোনাকে নেইমারের চুক্তি সংক্রান্ত সব নথিপত্র জমা দিতে বলা হয়েছে। কোথায় কীভাবে এত অর্থ খরচ হলো, এর হিসাব চাইছেন আদালত।
১৩ গোল
ইউসিবি ক্লাব কাপ হকিতে দুই ম্যাচে গতকাল ১৩ গোল হয়েছে। মওলানা ভাসানী স্টডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় শক্তিশালী ঊষা ক্রীড়াচক্র ১০-১ গোলে অ্যাজাঙ্কে হারিয়ে দেয়। বিজয়ী দলের কৌশিক হ্যাটট্রিকসহ ৪, চয়ন, কৃষ্ণকুমার, হাবুল, আরশাদ, শুভ ও রিমন ১টি করে গোল করেন। নুরুন্নবী অ্যাজাঙ্রে পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন। দিনের আরেক ম্যাচে আবাহনী ২-০ গোলে সোনালী ব্যাংককে হারিয়ে দেয়। খোরশেদ ও নিলয় বিজয় দলের পক্ষে গোলগুলো করেন।
অনুশীলনে আফ্রিদি
কয়েক দিন আগেও নিশ্চিত ছিল না যে, বাংলাদেশে এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসবে কিনা। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা তাদের মনঃপূত হওয়ায় পিসিবি রাজি হয়ে গেছে। আর এই খবর শোনার পর নতুন উদ্যমে অনুশীলন শুরু করে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
বীমার জয়
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সাধারণ বীমা ও ইষ্টএন্ড পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে বীমা ২-০ গোলে শান্তিনগরকে হারায়। বিজয়ী রাজু ২ ও বিজিতের টিপু ১ গোল করেন। আরেক ম্যাচে বর্মনের গোলে ইষ্টএন্ড ১-০ গোলে লিটন ফ্রেন্ডসকে হারায়।
অভিনন্দন
১০ম জাতীয় সংসদ নির্বাচনে যেসব ক্রীড়া সংগঠকরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবার। ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান বাবুল আশা প্রকাশ করেন নির্বাচিত সংসদ সদস্যরা ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখবেন।