ভারতীয় ক্রিকেট বোর্ডের সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কপিল দেব। গতকাল শনিবার জমকালো সপ্তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮৩'র বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এই সম্মানে ভূষিত করা হল। এক সময় বোর্ডের সঙ্গে সংঘাত থাকলেও এখন বোর্ডের সঙ্গে তার কোনও মনোবিরোধ নেই৷
বিসিসিআইয়ের পুরস্কার পেয়ে আপ্লুত কপিল বলেছেন, আমরা প্যাশন থেকেই ক্রিকেট খেলা শুরু করি। কোনও অ্যাওয়ার্ডের কথা তখন ভাবিনি। যে সব অধিনায়কের অধীনে আমি খেলেছি তাদের ধন্যবাদ জানাই। আমাকে বহুদিন ধরে খেলতে দেওয়ার জন্য আমার পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতার জন্যই সাফল্য পেয়েছি।'
কপিলের পাশপাশি এদিন পলি উমরিগড় অ্যাওয়ার্ড পেলেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০১২-১৩ সালে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেলেন অশ্বিন। এরআগে শচীন তেন্ডুলকার (২০০৬-০৭, এবং ২০০৯-১০) বীরেন্দ্র সেহওয়াগ (২০০৭-২০০৮), গৌতম গম্ভীর (২০০৮-০৯) রাহুল দ্রাবিড় (২০১০-১১) বিরাট কোহলি (২০১১-১২) পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন।