যৌথভাবে শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের লড়াইও হলো সমানে সমান। শনিবার ভিনসেন্ত ক্যালেড্রনে গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। এই ড্রয়ে বিশেষ সুবিধা হলো রিয়াল মাদ্রিদেরই।
রবিবার এসপানিওলের বিপক্ষে জিততে পারলে তিন পয়েন্টে ব্যবধান নামিয়ে আনতে পারবে কার্লো আনচেলত্তির দল। এদিন এক পয়েন্ট পেলেও শীর্ষে আছে বার্সেলোনা। আর গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে অ্যাতলেতিকো।
চলতি মৌসুমে ১৯ গোল করা অ্যাতলেতিকো স্ট্রাইকার কর্নার থেকে পাওয়া বলটি বারের পাশ দিয়ে পাঠিয়ে দেন। বুধবার কোপা ডেল রেতে গেটাফের বিপক্ষে ফিরেই জোড়া গোল পাওয়া লিওনেল মেসি এদিন নেমেছিলেন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে।
চতুর্থ মিনিটে কোস্তার উড়ন্ত শটটি দারুণভাবে রুখে দেন বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেস। ১৮ মিনিটে পেদ্রো সুযোগ হাতছাড়া করেন স্বাগতিক গোলরক্ষক থিবট কুর্তোইসের কাছে। পেদ্রো ও পিকে প্রথমার্ধের আগে কয়েকটি সুযোগ মিস করার পর দ্বিতীয়ার্ধে মেসি নামেন ইনিয়েস্তার বদলে। কিন্তু তিনিও উজ্জ্বল পারফরমেন্স করতে পারেননি।
দুদলের অর্জন ৫০ পয়েন্ট। রিয়ালের ৪৪ পয়েন্ট।