শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজের ভেন্যু পরিদর্শনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তা পর্যবেক্ষক আজ রবিবার ঢাকায় পৌঁছেছেন।
দুই সদস্যের এই নিরাপত্তা কমিটি নির্ধারিত দিনের আগেই বাংলাদেশে এলেন।
জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী অজিত জয়াসেকারা ও ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা এই সফরে এসেছেন। আগামী দুদিন তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।