দেড় যুগ ফুটবল ক্যারিয়ারে আরিফ খান জয় গোল করেছেন খুব কমই। মাঠে ডিফেন্ডার হিসেবে তার মূলত দায়িত্ব ছিল প্রতিপক্ষের গোল প্রতিরোধ করা। অথচ নতুন ক্যারিয়ারে নেমেই গোল করে বসলেন জয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয় এবার নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগে সংসদ সদস্য হন। ক্যারিয়ারে এত বড় নির্বাচনেই তিনি বিপুল ভোটে জয়ী হন। জয় শুধু জয় নিয়েই থেমে থাকেননি। প্রথমবারের সংসদ সদস্য হয়েই উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ফুটবলার হিসেবে মেজর হাফিজ উদ্দিন ১৯৮৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হলেও তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হতে পারেননি। সেদিক দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় নতুন এক রেকর্ড সৃষ্টি করলেন। ফুটবলার হিসেবে প্রথম সংসদ সদস্য হয়েই উপমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন। জয় উপমন্ত্রী হয়েছেন এ খবর গতকাল ক্রীড়াঙ্গনে আসার পরই অনেক সংগঠকই বললেন শাবাস জয়। নতুন ক্যারিয়ারে নেমেই গোলের দেখা পেয়ে গেলেন। প্রথমে শোনা যাচ্ছিল জয় বস্ত্র মন্ত্রণালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পাবেন কিন্তু তাকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া উপমন্ত্রণালয়ের দায়িত্ব। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে। এবার নির্বাচনে ক্রীড়াঙ্গনের অনেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ফুটবল ফেডারেশনে জয় ছাড়াও কাজী নাবিল আহমেদ ও শামসুল হক চৌধুরী রয়েছেন। তিন সংসদ সদস্য পেয়ে বাফুফেতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। তারপর আবার সহ-সভাপতি জয় উপমন্ত্রীর দায়িত্ব পাওয়াতে ফেডারেশনের বৃহস্পতি তুঙ্গে বলা যায়। বাফুফের নির্বাহী সদস্য ফজলুর রহমান বাবুল বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে বিশেষ গুরুত্ব দেবে। যার প্রমাণ এই প্রথম ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একজনকে উপমন্ত্রী করা হয়েছে। আর জয় ক্রীড়া উপমন্ত্রী হওয়াতে ক্রীড়াঙ্গনে সবাই খুশি।