আগামী ২৪ জানুয়ারি দুই টেস্ট, দুটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসার কথা শ্রীলঙ্কার। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, অ্যাঞ্জেলি ম্যাথিয়ুসদের নিরাপত্তার বিষয় নিশ্চিত গতকাল ঢাকায় এসেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা-মোহন ডি সিলভা, ভাইস প্রেসিডেন্ট শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং সে দেশের বোর্ড পরিচালক অজিত জয়াসেকেরা।
শঙ্কার সৃষ্টি হয়েছিল শ্রীলঙ্কা সিরিজ আয়োজন নিয়ে। টানা অবরোধ ও সহিংস আন্দোলনের জন্য সিরিজটি ভেস্তে যেতে বসেছিল। কিন্তু ৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিরিজের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অবশ্য সে সময়ই তিনি দুবাই থেকে জানিয়েছিলেন, নিরাপত্তা ব্যবস্থা দেখতে পরিদর্শক দল পাঠাবে শ্রীলঙ্কা। গতকাল সকালে দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসেন। শ্রীলঙ্কান প্রতিনিধি দলের আসার বিষয় সম্পর্কে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, 'পরিকল্পনা অনুযায়ীই তারা এসেছেন। দুই সদস্যের প্রতিনিধি দলের একজন সে দেশের ক্রিকেট বোর্ডের সহ সভাপতি এবং অন্যজন পরিচালক। তারা ১৬ জানুয়ারি পর্যন্ত থাকবেন।' চারদিনের সফরে প্রতিনিধিরা ভেন্যুগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখবেন বলে জানান বিসিবির সিইও, 'তারা ভেন্যুগুলোর নিরাপত্তার বিষয়গুলো দেখবেন। আগামীকাল (আজ) প্রতিনিধিরা চট্টগ্রাম যাবেন। এছাড়া আমরা তাদেরকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করে দিব।'