বাংলাদেশে মেরুদণ্ড এবং কোমরের ব্যথা প্রায় সবারই দেখা দেয়। মধ্যবয়সী কিংবা বৃদ্ধদের তো বটেই, এমনকি মাঝেমধ্যে তরুণদেরও এ ব্যথার কবলে পড়তে হয়। মেরুদণ্ড কিংবা কোমরের ব্যথা থেকে মুক্ত থাকার ইচ্ছা সবার। তবে এর জন্য কষ্টও করতে হবে। নিয়মিত ব্যায়াম মানুষকে যেমন সুস্থ ও সতেজ রাখে, তেমনি জীবনে আনে শৃঙ্খলা। জীবনের জন্য সবচেয়ে উপকারী ব্যায়ামের প্রতিই বাংলাদেশের মানুষের যত অনাগ্রহ। স্করপিয়ন একটি চমৎকার ব্যায়াম। মেরুদণ্ড এবং কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় স্করপিয়ন ব্যায়ামের মাধ্যমে। নিজের ঘরেই স্করপিয়ন ব্যায়াম করা যায়। নিয়মিত এই ব্যায়ামে মেরুদণ্ড ও কোমরের ব্যথা থেকে মুক্তি মেলে।
স্করপিয়ন ব্যায়াম করার জন্য প্রথমে মাটিতে ম্যাট বিছিয়ে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। এবার শরীরের সব ভর চাপাতে হবে পেটের ওপর। বাম পা মাটিতে রেখে ডান পা হাঁটু পর্যন্ত ওপরে তুলতে হবে। ধীরে ধীরে ডান পা উরুসন্ধি পর্যন্ত বাঁকিয়ে পিঠের অপরদিকে নেওয়ার চেষ্টা করতে হবে। দুই হাত দুই দিকে ছড়িয়ে মাটিতে রাখতে হবে। এবার ডান পাকে পিঠের উল্টো দিক থেকে চেপে ধরতে হবে নিতম্বের সঙ্গে। এভাবে কিছুক্ষণ থাকার পর ডান পাকে সোজা করে বাম পায়ে এই ব্যায়াম করতে হবে। বার রাউন্ড করতে পারলে স্করপিয়ন ব্যায়াম পূর্ণ হয়। তবে এর চেয়ে কম-বেশি হলেও ক্ষতি নেই। স্করপিয়ন ব্যায়াম নিজের ঘরেই করা সম্ভব। খুবই অল্প সময়ে করার মতো দারুণ একটি ব্যায়াম স্করপিয়ন।
স্করপিয়ন ব্যায়ামের ফলে মেরুদণ্ড এবং কোমর ব্যথামুক্ত থাকে। পেটের মেদ কমে যায়। শরীরের মাংসপেশি মজবুত ও সতেজ হয়ে ওঠে। তাছাড়া মস্তিষ্কের নির্দেশে শরীরের বিভিন্ন অঙ্গ সক্রিয়ভাবে সাড়া দেয়। ইনজুরি থেকে মুক্ত থাকার জন্য তাই স্করপিয়ন ব্যায়াম খুবই প্রয়োজনীয়। তবে এই ব্যায়াম করার সময় সচেতন থাকতে হবে। ম্যাট যেন পিচ্ছিল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া স্করপিয়ন ব্যায়াম করার আগে ওয়ার্ম-আপও সারতে হবে। বিশেষ করে পেশির জড়তা কাটাতে হবে। স্করপিয়নও অবশ্য এক রকমের ওয়ার্ম-আপ ব্যায়ামই। কঠিন কিছু নেই এতে। তারপরও সতর্ক থেকেই স্করপিয়ন ব্যায়াম করতে হবে। নিয়মিত এই ব্যায়াম করতে পারলে মেরুদণ্ডের ব্যথা থেকে যেমন মুক্তি মিলবে তেমনি সুস্থ থাকবে শরীর।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ফিটনেস
কোমরে ব্যথামুক্তি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর