এসপানিয়লকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।
গতকাল রবিবার এসপানিয়লের মাঠে রিয়ালের পরিত্রাতা পেপে। ৫৫ মিনিটে স্পেনের সফলতম দলের মহামূল্যবান গোলটির জন্ম এই পর্তুগিজ ডিফেন্ডারের হেড থেকে।
এরপর বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও রিয়াল আর ব্যবধান বাড়াতে পারেনি।
উল্লেখ্য, ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়।