নিস্তরঙ্গ সমুদ্রে হঠাৎ করেই ঝড়। কিন্তু বড্ড ক্ষণস্থায়ী। মরু সাইমুমের মতোই তা হারিয়ে গেল এক পলকে। মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে তেমনি মৃদু তরঙ্গ তুলে নিস্তেজ হয়ে গেল সে ঝড়। মুশফিক-সাকিব, মুশফিক-নাসির কিংবা মুশফিক-মাশরাফি জুটির ঝড় থেমে গেল মেন্ডিস, সেনানায়েকদের দৃঢ় প্রতিরোধে। কী ব্যাখ্যা দেবেন নিঃসঙ্গ দলপতি মুশফিকুর রহিম! টানা দুই হার ছিনিয়ে নিয়েছে ওয়ানডে ট্রফিটা। তিনটি সিরিজের শেষ প্রান্তে এসে শূন্য হাতে দাঁড়িয়ে আছেন মুশফিক। এমন এক সেনাপতি তিনি, যার বাহিনী আছে, কিন্তু জয়ের জন্য কোনো লড়াই নেই সামনে! না, আছে। তৃতীয় নম্বর ওয়ানডে। যদিও এতে কোনো শিরোপা উঠবে না হাতে। তবু আগামীকাল শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ানোর আশা করছেন মুশফিক। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে এ জয় যে মানসিক চাপ থেকে বেরিয়ে আসার সেরা টনিক!
হারানো আÍবিশ্বাস! টানা চার হার (টি-২০ ও ওয়ানডেতে) টাইগারদের মন থেকে মুছে দিয়েছে জয়ের সুখস্মৃতিগুলো। ঠেলে দিয়েছে আÍবিশ্বাসের তলানিতে। ম্যাচ শেষে মুশফিক তাই বললেন, ‘আমাদের আÍবিশ্বাস অনেকটা কমে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শেষ ম্যাচটা আমাদের জিততেই হবে। কারণ, সামনে বড় কয়েকটি ম্যাচ রয়েছে।’ সে না হয় ভবিতব্যের কথা। কালকের হারের কী ব্যাখ্যা দেবেন মুশফিক? গত দুই বছর টাইগাররা যে ক্রিকেট খেলেছে, দ্বীপরাষ্ট্রের বিপক্ষে তার ছন্দপতনই হয়েছে। ‘না, ঠিক ছন্দপতন বলা যাবে না একে। আমরা কেবল সঠিক সময়ে উইকেটগুলো নিতে ভুল করেছি।’ তাই বলে বারবার একই ভুল! মুশফিক জানালেন, অতিরিক্ত সতর্কতায় এমন ভুল হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল মিরপুরে ৬১ রানে হেরেছে বাংলাদেশ। মুশফিক বলছেন, রান ২৬০-এর নিচে থাকলে ম্যাচটা সহজ হতো। তার পরও মুশফিক যতক্ষণ ক্রিজে ছিলেন জয়ের আশা জেগে ছিল। ৮৩ বলে ৭৯ রানের ইনিংসটাকে কীভাবে ব্যাখ্যা করা যায়! সাকিব (২৪), নাসির (২২) ও মাশরাফির (১৭) আগে এনামুলই (৪২) কেবল কিছুটা দৃঢ়তা দেখিয়েছিলেন। মাশরাফি আউট হওয়ার সময় মুশফিক ছিলেন নিঃসঙ্গ পথিকের মতোই! মুশফিক ব্যাখ্যাটা দিলেন এ পরিসংখ্যান দিয়েই। ‘২৯০ রান করতে হলে অন্তত ১০০ রানের ওপরে একটা জুটি লাগে। আমরা তা পারিনি।’ ক্যাচ মিসের ভুলগুলো ব্যাটিং দিয়ে ঢাকতে পারেনি বাংলাদেশ। সম্ভাবনা জাগানো প্রতিটি জুটিই মুখ থুবড়ে পড়েছে প্রয়োজনের আগেই। এনামুল-মুমিনুলের ৫৫, সাকিব-মুশফিকের ৫৩ এবং মুশফিক-মাশরাফির ৪৭ রানের জুটি তিনটি কেবল মিরপুরের দর্শকদের তৃষ্ণাই বাড়িয়েছে গতকাল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুশফিকের শেষ বাক্যটা ছিল, আগামী ম্যাচটা জিতে আমরা আত্মবিশ্বাসটা ফিরে পেতে চাই।
শিরোনাম
- মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
- ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে’
- কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় শীর্ষক কর্মশালা
- নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি
- ব্র্যাক ইউনিভার্সিটিতে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং উদ্বোধন
- বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া : আমীর খসরু
নড়বড়ে হয়ে গেছে আত্মবিশ্বাস
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর