এশিয়া কাপ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে বড় চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের জন্য এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় মহেন্দ্র সিং ধোনির বদলে ভারতের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।
এই মুহূর্তে ভারত দলের সবচেয়ে ভালো ফর্মে আছেন কোহলি। তারই স্বীকৃতি আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ দশে তার স্থান করে নেওয়া। ধোনির বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারতের প্রথম খেলা ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ফতুল্লাতে।
বহুদিন ধরেই পিঠের ব্যথার সমস্যায় ভুগছিলেন ভারত অধিনায়ক ধোনি। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে খেলার সময় পিঠে টান ধরেছিল তার।
চিকিৎসকরা ধোনিকে পরীক্ষা করে রিহ্যাবে যাওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবারই নিউজিল্যান্ড থেকে মুম্বাই এসে পৌঁছায় ভারতীয় দল। এশিয়া কপের ঠিক পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।
সেকথা মাথায় রেখেই আর ঝুঁকি নিতে চাননি ধোনি। পাশাপাশি একথাও মনে করা হচ্ছে, আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের পর ওয়ান ডে ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা ধোনির। তার আগেই বিরাট কোহলিকে নেতা হিসেবে দেখে নিতে চাইছেন নির্বাচকরা।
এর আগে ধোনির অনুপস্থিতিতে ৮টি ওয়ান ডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। যার মধ্যে ৭টিতেই জিতেছে ভারত।