তাইবুর পারভেজের ডাবল সেঞ্চুরিতে উড়ছে ঢাকা বিভাগ। কোণঠাসা হয়ে পড়েছে রাজশাহীর বোলাররা। প্রথম ইনিংসে মাত্র ৪৮ রানে ঢাকা মেট্রোকে গুঁড়িয়ে দিয়ে সুবিধাজনক অবস্থানে রংপুর বিভাগ। সিলেটের বিরুদ্ধে ভালো অবস্থানে রয়েছে খুলনা। বরিশাল ও চট্টগ্রামের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ৬ উইকেট পেয়েছেন বোলার মনির হোসেন।
বিকেএসপিতে রাজশাহী বিভাগের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ। তাইবুর পারভেজের ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৬৬২ রান করেছে ঢাকা। আগের দিন সেঞ্চুরি করেছিলেন দুই ওপেনার রনি তালুকদার ও মাজিদ। কাল ডাবল সেঞ্চুরি পূরণ করেন পারভেজ। ২০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। সেঞ্চুরির পথে রয়েছেন নাদিফ চৌধুরীও। তিনি অপরাজিত রয়েছেন ৭১ রানে। প্রথম ইনিংসে রংপুর বিভাগের করা ২৪০ রানের জবাবে মাত্র ৪৮ রানেই প্যাকেট হয়ে যায় ঢাকা মেট্রো। রংপুরের বোলার সাজেদুর মাত্র ২৪ রানে নেন ৫ উইকেট। ২০ রানে ৪ উইকেট নিয়েছেন আরেক বোলার শুভাশিস।