চ্যাম্পিয়ন পুলিশ
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে শিরোপা জিতেছে পুলিশ অ্যাথলেটিঙ্ ক্লাব। কাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলে ইউরো ফেমাস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ায় সামনের মৌসুম থেকেই পুলিশ অ্যাথলেটিঙ্ ক্লাব প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করল। গতকাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল পুলিশ। জহিরুলের পর পুলিশের পক্ষে দ্বিতীয় গোল করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় বিভাগের চলতি মৌসুমে পুলিশ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে। সমান ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে পিডবি্লউডি।
আফ্রিদির ইনজুরি
এশিয়া কাপের আগে ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। গাদ্দাফি স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচে চোয়ালে আঘাত পেয়েছেন তিনি। তবে কোচ মঈন খান জানিয়েছেন, 'আফ্রিদির ইনজুরি মারাত্দক নয়। ডাক্তার তাকে দুই দিন কথা বলতে নিষেধ করেছেন। কেননা তাতে চোয়ালে প্রভাব পড়বে।' পেসার জুনায়েদ খানের একটি বল সুইপ করতে গেলে আফ্রিদির চোয়ালের কাছে আঘাত লাগে। বলটি ব্যাটের কানায় লেগে লাফিয়ে ওঠে এবং তার হেলমেটের কোনায় লাগলে তা চোয়ালে আঘাত হানে। পরে মাঠছাড়ার সময় আফ্রিদির মুখমণ্ডলের ডান পাশ ফুলে যায়।
সেমিতে সেরেনা
দুবাই ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বছাই সেরেনা উইলিয়ামস। সঙ্গী হয়েছেন বড় বোন ভেনাস উইলিয়ামসও। গতকাল কোয়ার্টার ফাইনালে সেরেনা ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন জেলেনা জাঙ্কোভিচকে। অন্যদিকে ভেনাস ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ইতালিয়ান ফ্লাভিয়া পানেত্তাকে। সেমিফাইনাল নিশ্চিত করেছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি এবং ফরাসি মেয়ে অ্যালাইজ কর্নেট। সেমিফাইনালে সেরেনা মুখোমুখি হবেন অ্যালাইজ কর্নেটের এবং ভেনাস মুখোমুখি হবেন ক্যারোলিন উজনিয়াকির। ফাইনালে কি তবে দুই বোন মুখোমুখি হচ্ছেন! সর্বশেষ ২০০৯ সালে কাতারের সনি এরিকসন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই বোন। দুবাই ওপেনে শেষবার ২০০৯ সালে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন সেরেনা-ভেনাস।