বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিল এক লাখ ৭০ হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্রাজিল বাজেট করেছে ১.৯ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল! বিশ্বকাপের আয়োজক কমিটি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেড় লাখ অস্ত্র সজ্জিত নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্মকর্তা ১২ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত থাকবে। এ ছাড়াও বিশ হাজার প্রাইভেট প্রশিক্ষিত নিরাপত্তা কর্মকর্তাও নিয়োজিত থাকবে একই দায়িত্বে। প্রায় এক বছর হয়ে গেল, ব্রাজিলে বিক্ষোভ চলছে বিশ্বকাপের বিরুদ্ধে। ফিফা কনফেডারেশনস কাপ আয়োজিত হয়েছে বিক্ষোভের মধ্যেই।