শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করেছে টাইগাররা। আর ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহ ১৭ রানের মাথায় মাত্র ২ রান করেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার আনামুল হক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। ক্রিজে আছেন শামসুর রহমান ২৩ (৪১) ও মুমিনুল হক ২৮ (২৯)।
এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে আছে সফরকারীরা।