অস্ট্রেলিয়ান ওপেনে হারের ক্ষতের পাশাপাশি পিঠের ব্যথাটাও পুরোপুরি সারেনি। কিন্তু এর মধ্যেই রাফায়েল নাদাল গিটারের সুর তুলছেন। রিও ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই নাদাল। এদিনের খেলা দেখে মনে হয়নি পিঠের ব্যথা রয়েছে তার। পর্তুগালের জোয়াও সোসাকে খুব সহজেই ৬-১, ৬-০ হারান স্প্যানিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে হারের পর ব্রাজিলেই প্রথম টুর্নামেন্ট খেলছেন নাদাল। শেষ চারে তার সামনে স্বদেশি পাবলো আন্দুয়ার।
শেষচারের দরজা খুলে ফেলার পর নাদাল বলেন, খেলায় উন্নতি করছি। আমার মনে হয়, এখন পর্যন্ত এটাই এই টুর্নামেন্টে আমার সেরা ম্যাচ। তিনি বলেন, যে জিনিসগুলো করতে পারছিলাম না, সেগুলোই অবলীলায় করে ফেললাম। দ্রুত মুভ করতে পারছি কোর্টে। পিঠের চোট প্রসঙ্গে নাদাল বলেন, প্রতিদিন পিঠের সমস্যা নিয়ে কথা বলব না। আমি এখন সেমিফাইনালে। ওই ম্যাচেই মন দিতে চাই।