বড় দল পয়েন্ট হারাতেই পারে। কিন্তু নিটল টাটা পেশাদার ফুটবল লিগে গতকাল শেখ জামালের ড্র দেখে অনেকে অবাকই হয়েছেন। আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন না হলেও ভারতের দুই বিখ্যাত দল মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে বিধ্বস্ত করে মামুনুলরা উপমহাদেশের ফুটবলে রীতিমত আলোড়ন তুলেছে। দেশ জুড়ে এখনো চলছে ধানমন্ডির দলটি প্রশংসা। এমন অবস্থায় তারা অপেক্ষাকৃত দুর্বল দল টিম বিজেএমসির কাছে পয়েন্ট হারাবে তা ছিল ধারণার বাইরে। হ্যাঁ, গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার লিগের ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করেছে। সত্যি বলতে কি কাল শেখ জামালের খেলা দেখে মনেই হয়নি এরা ভারত কাঁপিয়ে এসেছে। বরং তুলনামূলকভাবে বেশি আক্রমণ করে বিজেএমসি জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল। গ্যালারিতে যে কজন দর্শকই ছিলেন তাদের ধারণা ছিল সহজভাবেই জয় নিয়ে মাঠ ছাড়বেন মামুনুলরা। মাত্র ২ মিনিটেই নাইজেরিয়ান ইলিয়াসুুর গোলে এগিয়ে যায় বিজেএমসি। ১০ মিনিটে অবশ্য ওয়েডসন ম্যাচে সমতা ফেরান। ৩৬ মিনিটে ডার্লিংটন গোল করলে এগিয়ে যায় শেখ জামাল। তবে আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মামুনুলরা। ৪৩ মিনিটে শেখ জামালের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঙ্গুরা বল দেন ফিলিঙ্কে। ছোট বঙ্ থেকে টোকা মেরে ম্যাচে সমতা ফেরান ফিলিক্স। এ ড্রতে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল তৃতীয় ও ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বিজেএমসি।