ঠিক দুপুর দেড়টায় হোটেল সোনারগাঁওয়ে এসে পৌঁছে ভারতীয় দল। একে একে কোহলি, ধাওয়ান, অশ্বিনরা নেমে আসেন। সবার পরনে ফ্যাশনেবল জিন্স, গায়ে সাদা টি-শার্ট। বাস থেকে হাসতে হাসতে নামছিলেন ক্রিকেটাররা। সবার শেষে নামলেন রোহিত শর্মা। কানে হেড ফোন লাগিয়ে ঝুঁকতে ঝুঁকতে নামলেন ভারতের এই ওপেনার। পুরো দলকে দেখে খুবই নির্ভর মনে হলো। সংবাদ সম্মেলনে বিরাট কোহলিকেও হাস্যোজ্জ্বল মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ আসাতেই খানিকটা বিব্রত মনে হলো ভারতীয় দলপতিকে। গত আসরে টাইগারদের কাছে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু এবার? খানিকটা গম্ভীর সুরে কোহলি বললেন, বাংলাদেশ ওয়ানডেতে ভয়ঙ্কর দল। তা ছাড়া খেলা হচ্ছে ওদের ঘরের মাঠে। তবে আগের হারটা খারাপ লেগেছে। এবার তেমন সম্ভাবনা কম। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তবে শিরোপা জয়ের সুযোগ আছে।
নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয়দের আত্দবিশ্বাসে কিছুটা হলেও ভাঙন ধরেছে। তা ছাড়া ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও নেই। তবে ম্যাচের ধোনির অভাবটা অনুভূত হবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, দলে ধোনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ধোনি ছাড়াও আমাদের দলে কিন্তু অনেক ভালো ক্রিকেটার আছে। যারা অনেক ভালো করার সামর্থ্য রাখে।
এর আগেও ভারতের নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তবে এত বড় টুর্নামেন্টে কখনো নেতৃত্ব দেননি। তাই এশিয়া কাপ নিয়ে উচ্ছ্বসিত কোহলি। তিনি বলেন, প্রথমবারের মতো এত বড় একটা টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছি। তাই কিছুটা একসাইটেড। তবে আমাকে গুরুদায়িত্ব পালন করতে হবে। এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে আমাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।