স্পন্সর পেল মুক্তিযোদ্ধা
চলতি মৌসুমে ফুটবলে মধ্যম সারির দল গঠন করলেও মুক্তিযোদ্ধার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। এ জন্য তারা ভালোমানের বিদেশি ফুটবলার সংগ্রহ করতে পারেনি। শেষ পর্যন্ত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিবিএস ক্যাবল। গতকাল দলের প্রশিক্ষক শফিকুল ইসলাম মানিক ঘোষণা দেন লিগে তাদের জার্সিতে বিবিএস লেখা থাকবে। স্পন্সর হিসেবে কত টাকা পাওয়া গেছে তা ক্লাব থেকে না জানালেও জানা গেছে এখানকার মূল অর্থ ব্যয় হবে ২০১২ সালে দলের হয়ে খেলা নাইজেরিয়ার সানডের পেছনে। গত মৌসুমে শেখ জামালে খেললেও সানডেকে এবার কোথাও দেখা যায়নি। মুক্তিযোদ্ধা তার ব্যাপারে আগ্রহ দেখালেও পারিশ্রমিক বনাবনি না হওয়াতে সানডের নাম রেজিস্ট্রেশন করানো হয়নি। স্পন্সর পাওয়াতে তাকে লিগের দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে।
ঐতিহ্যই আলাদা
আইএফএ শিল্ডে ভারত কাঁপিয়েও ঢাকার মাঠে শেখ জামালের সেই রূপ দেখা যায়নি। শনিবার নিটল টাটা ফুটবল লিগে টিম বিজেএমসির বিপক্ষে খেলতে নেমে ২-২ গোলে ড্র করেছে। এই ফলাফলে অনেকে অবাক হলেও শেখ জামালের দায়িত্বে থাকা সাবেক এক ফুটবলার বলেছেন, এটাই ঢাকা লিগের ঐতিহ্য। বাইরে যতই দাপট দেখাক না কেন এখানে তা চলে না।
পাকিস্তানের ভয়
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, টি-২০ ও ওয়ানডে সিরিজ হারার পরও এশিয়া কাপে বাংলাদেশকে যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নামবে পাকিস্তান। গতকাল দলের নির্ভরযোগ্য তারকা শহীদ আফ্রিদি বলেছেন, মাথা খারাপ বাংলাদেশকে খাটো করে দেখার উপায় নেই। গতবার ফাইনালেতো হেরেই গিয়েছিলাম। ভাগ্য আমাদের শিরোপা জিতিয়েছে। সুতরাং আর কাউকে না হলেও বাংলাদেশকে একটু বেশিই ভয় পাচ্ছি।
অবৈধ স্থাপনা উচ্ছেদ
এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ উপলক্ষে নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল উচ্ছেদের প্রথম দিনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড হতে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পর্যন্ত অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউসুল আজম জানান, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে।
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলের চূড়ান্তপর্ব গতকাল শুরু হয়েছে। বঙ্গবন্ধু কাপে ময়মনসিংহ কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে খুলনার কোমরাইল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিতে উঠে। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপে যাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়।