যত গল্প শেন ওয়ার্নকে নিয়ে। এবার এক বিখ্যাত মডেলের ঘরে এই লেগ স্পিনারকে দেখা গেছে । তা-ও আবার লিজ হার্লির সঙ্গে সম্পর্কের বরফ গলার পর ।
ওয়ার্নের এই নতুন বান্ধবীর নাম মিচেল মন। ব্রা-কুইন মিচেলের ঘরে চার ঘণ্টা নিশিযাপন করেছেন প্রাক্তন এই অজি ক্রিকেটার।
ঘটনা হল, হার্লির সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে উড়ে এসেছিলেন ওয়ার্ন। ভ্যালেন্টাইন্স ডে-র দিন দু’জনকে একসঙ্গে দেখাও যায়। পরের দিনই অন্য ঘটনা । সেদিন দুপুরে মিচেলের সঙ্গে এক হোটেলে দেখা যায় ওয়ার্নকে। ওয়ার্নি নাকি মিচেলের উপর শ্যাম্পেন বর্ষণ করেন। এমন খবরও সংবাদমাধ্যমে লেখা হয়েছে ।
ওয়ার্নের সঙ্গে মিচেলের ঘনিষ্ঠতা কি অন্য কিছু প্রমাণ করছে? মিচেল স্বয়ং অন্যরকম ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, হার্লির সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংবাপত্রে প্রচুর লেখালেখি হয়েছিল। দু’জনই টুইট করেছিলেন । তারপর অবশ্য সম্পর্ক জোড়া লাগে বলেই জানা গেছে ৷