আইভরি কোস্টের লেজেন্ডারি ফুটবলার দিদিয়ের দ্রগবা এখনো বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন বলে মন্তব্য করেছেন চেলসি কোচ হোসে মরিনহো। চেলসির সাবেক এ স্ট্রাইকার ফের ক্লাবটিতে ফিরে আসবেন বলেও মনে করেন মরিনহো। দ্রগবা বর্তমানে ক্লাব গালাতাসারের একজন ফরোয়ার্ড। আজ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসি ও গালাতাসারের মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচ সামনে রেখেই মরিনহো দ্রগবা সম্পর্কে এমন অভিমত ব্যক্ত করেন।
মরিনহো বলেন, '২৬ বছর বয়সে দ্রগবা যে মানের খেলোয়াড় ছিলেন ৩৬ বছর বয়সেও কি সে একই মানের খেলোয়াড় আছেন তিনি? কেউই থাকতে পারেন না, তবে সন্দেহ নেই যে সে এখনো বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন।'
২০১২ সালে চেলসির অফিসিয়াল ম্যাগাজিনে সমর্থকদের ভোটে ক্লাবটির সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দ্রগবা। চেলসিতে আট বছরের ক্যারিয়ারে আইভরি কোস্টের এই স্ট্রাইকার ৩৪২টি ম্যাচে ১৫৭টি গোল করেন।
এদিকে, চেলসির বিরুদ্ধে আজকের ম্যাচটি সম্পর্কে দ্রগবা বলেন, 'আমার সাবেক টিমম্যাটদের বিরুদ্ধে যদি গোল করতে পারি তবে তা উদযাপন নাও করতে পারি।'
তিনি আরও বলেন, 'আমি স্রেফ ম্যাচটি জিততে চাই। চেলসির বিরুদ্ধে ব্যক্তিগত কিছুই নেই; এমনটি কখনো থাকবে না।'