ওভাল টেস্টের শেষ দিনে চলছে টানটান উত্তেজনা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ২৪ রান, আর ভারতের দরকার ৩ উইকেট। তবে ইংলিশ শিবির কার্যত ধরেই নিচ্ছে, তাদের হাতে রয়েছে কেবল ২ উইকেট। কারণ গুরুতর কাঁধের চোটে মাঠের বাইরে ক্রিস ওকস। তবুও দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে প্রস্তুত এই অভিজ্ঞ অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন জো রুট।
প্রথম দিনে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে মারাত্মক চোট পান ৩৬ বছর বয়সী ওকস। মাঠ ছাড়েন ফিজিওর সহায়তায়, বাঁ হাত তখন সোয়েটারের নিচে ঝুলন্ত। স্ক্যানের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, এই ম্যাচে আর খেলতে পারবেন না ওকস। কিন্তু টেস্টের শেষদিনে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। ষষ্ঠ উইকেট পতনের পর ড্রেসিংরুমে দেখা যায় ওকসকে। হাতে কালো ব্যান্ডেজ, গায়ে ম্যাচ জার্সি, যেন প্রস্তুত এক হাতে ব্যাট করতেও।
সংবাদ সম্মেলনে ওকসের এই আত্মত্যাগের মানসিকতা নিয়ে জো রুট বলেন, 'ওকস আমাদের সঙ্গে আছে এবং প্রয়োজনে ব্যাট করতে তৈরি। এটা এমন এক সিরিজ যেখানে খেলোয়াড়রা দলকে জেতাতে নিজেদের শরীরকেও উৎসর্গ করছে। যেমন ম্যানচেস্টারে পান্ত ভাঙা পা নিয়ে নেমেছিল, তেমনি ওকসও দলের জন্য জীবন বাজি রাখছে।'
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওকসের কাঁধের ইনজুরি প্রাথমিকভাবে ধারণার চেয়েও গুরুতর। অস্ত্রোপচার লাগতে পারে, যা হলে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। সে ক্ষেত্রে নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ মিস করা একপ্রকার নিশ্চিত।
এই মুহূর্তে ক্রিজে আছেন জেমি ওভারটন (৯*) ওগাস অ্যাটকিনসন (২*)।
বিডি প্রতিদিন/মুসা